শিরোনাম
আবরার হত্যায় সরাসরি অংশ নেয় ১১ জন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৯, ১৬:১০
আবরার হত্যায় সরাসরি অংশ নেয় ১১ জন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় ১১ জন সরাসরি অংশগ্রহণ করেছিলো বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। বুধবার (১৩নভেম্বর) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান।


মনিরুল ইসলাম বলেন, ২০১১ নম্বর রুমে যারা সরাসরি মারপিটে অংশগ্রহণ করেছেন তার সংখ্যা ১১ জন। বাকিরা পরিকল্পনা এবং ঘটনাস্থলে অনুপস্থিত থেকেও নির্দেশনায় সম্পৃক্ত ছিল। ঘটনার মোটিভ হিসেবে একক কোনো কারণ দাঁড় করানো যাচ্ছে না।


মামলায় মোট সাক্ষী করা হয়েছে ৩১ জনকে। আসামি ২৫। এদের মধ্যে ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পলাতক রয়েছে ৪ জন।


মনিরুল ইসলাম বলেন, পারিপার্শ্বিক বিবেচনা এবং ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে দেখা গেছে, হল অথরিটির এখানে ব্যর্থতা রয়েছে।


এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলছেন, আবরার হত্যা মামলার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর লক্ষ্য ছিল নির্ভুল চার্জশিট দেয়া, সেটা সম্ভব হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের তদন্ত সংস্থা পুলিশ বাহিনীর মাধ্যমে যে চার্জশিটটি গিয়েছে সেটি নির্ভুল চার্জশিট দিয়েছে। শীঘ্রই এর বিচার হবে আমরা আশা করি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com