শিরোনাম
সোমবার থেকে চলবে সব ধরণের নৌযান
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ২০:৪৬
সোমবার থেকে চলবে সব ধরণের নৌযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আবহাওয়া স্বাভাবিক থাকা সাপেক্ষে সোমবার সকাল ৬টা থেকে সারা দেশে অভ্যন্তরীণ সকল নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সকল ধরণের নৌযান চলাচল করবে।


ঘূর্ণিঝড় 'বুলবুল' প্রভাব অনেকটা স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) রবিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।


ঘূর্ণিঝড় 'বুলবুল'–এর কারণে প্রায় দুই দিন ধরে ঢাকার সদরঘাটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। গত শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি।


এদিকে, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে শুরু হয়েছে ফেরি চলাচল।অনেকটা স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল।


ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সতর্কতা হিসেবে শনিবার (৯ নভেম্বর) বিকেল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ করা হয়। রবিবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হলেও, কিছুক্ষণ পর আবারো তা বন্ধ করে দেয়া হয়।


পরে দুপুরের দিকে আবার রুটটিতে ফেরি চলাচল শুরু হয়। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পারাপার পরিস্থিতি।


অপরদিকে বিকেলের দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে পরীক্ষামূলকভাবে তিনটি ফেরি চলাচল শুরু হয়। তবে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com