শিরোনাম
শেখ হাসিনা-জয়শঙ্কর বৈঠক
বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৯, ১৩:০০
বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়ার কথা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।


শনিবার (৫ অক্টোবর) শেখ হাসিনা-নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে জয়শঙ্কর এ কথা বলেন।


পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এ সাক্ষাতে উষ্ণ আলোচনা হয়েছে জানিয়ে টুইট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার।


তিনি লিখেছেন, ভারত যে প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয় তা তুলে ধরেছেন জয়শঙ্কর।


এ সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।


দুপুরে নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন। সেখানে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।


টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম ভারত সফর। নরেন্দ্র মোদীও টানা দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।


তাদের দুজনের শাসনকালে ঢাকা-দিল্লি বন্ধন সবচেয়ে মজবুত পর্যায়ে পৌঁছেছে বলে বলা হচ্ছে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com