শিরোনাম
নয় মাসে ১০৪০ নারী হত্যা ও নির্যাতনের শিকার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৫:২৩
নয় মাসে ১০৪০ নারী হত্যা ও নির্যাতনের শিকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত নয় মাসে বিভিন্ন ঘটনায় এক হাজার ৪০ জন নারী নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এ তথ্য জানিয়েছে।


ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।


সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে (২৩) নির্মমভাবে কুপিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল। গত ২ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ীতে শিল্পী আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সেপ্টেম্বর মাসে ফেনীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যা করে স্বামী ও তার পরিবারের লোকজন। গত সেপ্টেম্বরে শুধু স্বামীর হাতেই প্রাণ দিয়েছেন ১৫ জন নারী। পারিবারিক নির্যাতনে নারীর মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে।


এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, অবিলম্বে সমাজের এ পরিস্থিতির পরিবর্তন না করা গেলে ভয়ংকর সমস্যার সম্মুখীন হতে হবে দেশ ও জাতিকে। যেহেতু নারীর প্রতি সহিংসতা রোধ করতে শুধু সরকার নয়; সকল সামাজিক প্রতিষ্ঠান গুলোকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল বলেন, দিন দিন নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। এর প্রধান কারণ অপরাধীদের বিচার না হওয়া ও বিচার কার্য বিলম্বিত হওয়া। নারী নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি না হওয়া, সামাজিক অনাচার বৃদ্ধি ও ভারসাম্যহীনতা, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে দিন দিন নারীর প্রতি অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, ও অন্যান্য নির্যাতনের ঘটনা বেড়ে যাচ্ছে ।


বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com