শিরোনাম
শাহজালালে ময়ূরপঙ্খীর জরুরি অবতরণ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৪
শাহজালালে ময়ূরপঙ্খীর জরুরি অবতরণ
ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে প্রায় এক ঘণ্টা ধরে সবুজ চিহিৃত এলাকায় উড্ডয়ন করে উড়োজাহাজটি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে জরুরি অবতরণ করেছে।


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ঢাকা থেকে ১৪৩ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৪ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে বিমানের বিজি ০৮৪ ফ্লাইটের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী (এস২-এএইচভি)। উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করলেও বার বার ব্যর্থ হন পাইলট। পরে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টার পর ব্যর্থ হয়ে পাইলট উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেন।
ফ্লাইটির যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলে জানান তাহেরা খন্দকার। তিনি বলেন, ‘যান্ত্রিক সমস্যার কারণে উড়োজাহাজটি টেকনিক্যাল ল্যান্ডিং করেছে।’
বিবার্তা/এরশাদ/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com