শিরোনাম
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতেমা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতেমা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন রাবাব ফাতেমা। বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে তিনি জাপানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।


১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর রাবাব-ই প্রথম কোনো নারী কূটনীতিক, যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হবেন রাবাব। তিনি হবেন জাতিসংঘে বাংলাদেশের ১৪তম স্থায়ী প্রতিনিধি।


রাবাব ফাতেমা ১৯৮৬ সালে বিসিএস ক্যাডার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে তিনি নিউইয়র্কে বাংলাদেশের মিশন ছাড়াও জেনেভা, কলকাতা এবং বেইজিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।


এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থায়ও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন রাষ্ট্রদূত রাবাব। যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। তার স্বামী কাজী ইমতিয়াজ হোসাইন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। তাদের এক মেয়ে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com