শিরোনাম
রাজধানীতে ক্যাসিনোতে র‌্যাবের অভিযান, আটক ১৪২
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২১
রাজধানীতে ক্যাসিনোতে র‌্যাবের অভিযান, আটক ১৪২
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে (ক্যাসিনো) বিশেষ অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ওই ক্যাসিনো থেকে ১৪২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এছাড়া প্রায় ২০ লাখ টাকাসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে।


বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।


অভিযানের আগ থেকেই ক্লাবটি ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। তারা দুপুরের পর ক্লাব থেকে কাউকে ঢুকতে বা বের হতে দেননি।


র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানের সময় ভেতরে থাকা এবং কেসিনোতে জুয়া খেলা অবস্থায় ১৪২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া বিপুল পরিমাণ টাকা এবং মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।


উল্লেখ্য, যুবলীগের একজন নেতার তত্ত্বাবধানে এই ক্লাবটিতে বানানো ক্যাসিনোতে নিয়মিত জুয়ার আসর বসে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি আমলে নিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।


এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ‘মনস্টার’ সম্বোধন করে তাদের পদ থেকে বাদ দেয়ার নির্দেশ দেন। একই সভায় যুবলীগের কিছু নেতার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর থেকেই যুবলীগের এসব নেতার ব্যাপারে খোঁজ খবর শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।


বিবার্তা/আবদাল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com