শিরোনাম
দিল্লিতে শেখ হাসিনা-মোদি বৈঠক অক্টোবরে
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৮
দিল্লিতে শেখ হাসিনা-মোদি বৈঠক অক্টোবরে
ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মোদির দ্বিতীয় ইনিংসের শপথগ্রহণ অনুষ্ঠানে বিদেশ সফরের কারণে যেতে পারেননি শেখ হাসিনা।


দুই প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনের পরে অক্টোবরের প্রথম সপ্তাহে প্রথমবারের মতো নয়াদিল্লিতে শীর্ষ বৈঠক হতে যাচ্ছে।


আগামী ৩ অক্টোবর দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছে। পর দিন ‘ইন্ডিয়ান ইকনমিক সামিট’-এ যোগ দেবেন শেখ হাসিনা।


৫ অক্টোবর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে ৬ অথবা ৭ অক্টোবর দেশে ফিরবেন বঙ্গবন্ধু কন্যা।


বাংলাদেশের সঙ্গে আসন্ন বৈঠকটি ভারতের কাছে যেমন গুরুত্বপূর্ণ; তেমনই চ্যালেঞ্জিংও।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মোদি ও হাসিনার আসন্ন বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উঠবে। পাশাপাশি আসাম প্রসঙ্গ, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, পানিচুক্তি, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন দুই প্রধানমন্ত্রী। সূত্র: আনন্দবাজার।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com