শিরোনাম
৪৮ বছর পর মুছল পাকিস্তানের নাম
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫
৪৮ বছর পর মুছল পাকিস্তানের নাম
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্বাধীনতার ৪৮ বছর পর দেশের সব সীমান্ত পিলার থেকে পাকিস্তানের নাম মুছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাহিনীটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের যেসব পিলারে ‘পাকিস্তান-পিএকে’ লেখা ছিল, সেসব জায়গায় বাংলাদেশ-বিডি লেখা হয়েছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ওইসব পিলার থেকে এসব লেখা মুছে দেয়া হয়েছে। ওইসব পিলারে বাংলাদেশ-বিডি লেখা হয়েছে।


১৯৪৭ সালে ভারত-পাকিস্তান পৃথক রাষ্ট্র গঠিত হওয়ার পর প্রায় ৮ হাজার পিলারে পাকিস্তান-পিএকে’ লেখা ছিল।


দেশের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম সীমান্তে এসব পিলার ছিল।


বিজিবি তাদের নিজস্ব অর্থায়নে দ্রুত সময়ের মধ্যেই এ কাজটি শেষ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com