শিরোনাম
৯৬ ভাগ ডেঙ্গু রোগী সুস্থ্য হয়ে ফিরেছে
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৯
৯৬ ভাগ ডেঙ্গু রোগী সুস্থ্য হয়ে ফিরেছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৬ শতাংশ ডেঙ্গু রোগী।


চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৭৭ হাজার ৯৮৩ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৪ হাজার ৭১৪ জন। এ পর্যন্ত ৯৬ শতাংশ মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭২ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৮ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৫৭৪ জন। গত ২৪ ঘন্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৭৭২ জন।


স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় (৯ সেপ্টম্বর সকাল ৮ টা থেকে ১০ সেপ্টম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপসাতালে ভর্তি হয়েছেন ৭৫৩ জন। এর মধ্যে ঢাকায় ২৯৪ জন এবং ঢাকার বাহিরে ৪৫৯ জন। এ যাবত ডেঙ্গু রোগে ৬০ জনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮১, মিটফোর্ড হাসপাতালে ৪৭, ঢাকা শিশু হাসপাতালে ৯, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩১, বিএসএমএমইউতে ১১, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭, বিজিপি হাসপাতালে ১ জন, সম্মলিত সামরিক হাসপাতালে ১১ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।


ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ১৭২ জন, রংপুর বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, সিলেট বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com