শিরোনাম
মুসাকে ধরিয়ে দিলেই ৫ লাখ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৩:১৪
মুসাকে ধরিয়ে দিলেই ৫ লাখ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাকরি হারানো এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার মূল আসামি মুসাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।


বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার এ ঘোষণা দেন।


পুলিশ কমিশনার বলেন, এখন পর্যন্ত মাহমুদা খানম মিতু হত্যার সাথে জড়িত ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। যার মধ্যে ২জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।


মুসাকে মিতু হত্যাকাণ্ডের মূল হোতা উল্লেখ করে তিনি বলেন, মুসার নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়েছে। তাকে ধরতে পারলেই এই মামলার নিষ্পত্তি হয়ে যাবে। তবে কথা হচ্ছে মুসা কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়টিও আমরা বিবেচনা করছি।


মুসার স্ত্রীর দাবি মুসাকে গত ২২ জুন আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, তার স্ত্রী প্রমাণ করুক যে আইনশৃঙ্খলাবাহিনী মুসাকে তুলে নিয়ে গেছে। আমরাও প্রমাণ দিতে পারবো মুসা কে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য তুলে নেয়নি।


মামলার বাদী বাবুল আক্তার মামলার তদন্তের স্বার্থে যে কোনো সময় চট্টগ্রামে আসবে বলেও ইঙ্গিত দেন তিনি।


উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন বাবুল আক্তার। এ হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে খুনিরা জানায়, হত্যাকাণ্ডে সাতজন অংশ নিয়েছিল। সরাসরি অংশ নেয় মুসা, ওয়াসিম ও নবি। বাকিরা ব্যাকআপ ফোর্স হিসেবে ছিল। তারা হলো- আনোয়ার, রাশেদ, কালু ও শাহজাহান। মুসা মোটরসাইকেলের ধাক্কা দিয়ে মিতুকে ফেলে দেয়। ছুরি দিয়ে আক্রমণ করে নবি। গুলি চালায় ওয়াসিম ও মুসা। হত্যাকাণ্ডের পর থেকেই মুসা পলাতক।


বিবার্তা/রাজু/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com