শিরোনাম
এফআর টাওয়ারের মালিক ফারুকের জামিন
প্রকাশ : ২০ আগস্ট ২০১৯, ১৮:২৪
এফআর টাওয়ারের মালিক ফারুকের জামিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জামিন পেয়েছেন নকশা জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া বনানী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের অন্যতম মালিক এসএমএইচআই ফারুক।


মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ জামিন মঞ্জুর করেন।


ফারুকের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, উনার (ফারুক) বয়স ৮০ বছরের উপরে। তিনি মারাত্মক অসুস্থ। হাসপাতাল থেকে তাকে অমানবিকভাবে নিয়ে আসা হয়েছে।


অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এ মামলার আসামি হলো তিন সেট। এক সেট আসামি হলো রাজউক, এক সেট জমির মালিক আর আরেক সেট ডেভেলপার। আসামিরা পরস্পর যোগসাজশে নকশা কারসাজি করেছে। এফআর টাওয়ারের ১৫তলা থেকে ২৩ তলা পর্যন্ত অবৈধ। এরা সবাই সমান অপরাধী।


সোমবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশান-২ থেকে ফারুককে গ্রেফতার করে দুদক। এর আগে রোববার গ্রেফতার করা হয় এ মামলার আরেক আসামি এফআর টাওয়ার ওনার্স সোসাইটির সভাপতি কাসেম ড্রাইসেলের এমডি বিএনপি নেতা তাসভির উল ইসলামকে। পরে সোমবার জামিন পান তাসভির।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com