শিরোনাম
সম্পর্ক এগিয়ে নেবেন জয়শঙ্কর
প্রকাশ : ২০ আগস্ট ২০১৯, ১১:১১
সম্পর্ক এগিয়ে নেবেন জয়শঙ্কর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় নেমেই সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর। তিনি বলেছেন, ‘দায়িত্ব নেয়ার পর প্রথম ঢাকা সফরে আমি সত্যিকারভাবে আনন্দিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার মতো অনেক ইস্যু আছে, যা মঙ্গলবার (২০ আগস্ট) কার্যকরভাবে আলোচনায় আসবে।’


এর আগে সোমবার (১৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ভারতের নতুন এ পররাষ্ট্রমন্ত্রী।


বিমানবন্দরে পৌঁছলে ড. জয়শঙ্করকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী উপস্থিত ছিলেন।


পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন জয়শঙ্কর। ঢাকা সফরকালে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।


এর আগে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, জয়শঙ্করের ঢাকায় আশা অত্যন্ত আনন্দের। তিস্তা চুক্তিসহ অমীমাংসিত সব বিষয়ে বৈঠকে আলোচনা করা হবে।


ভারতের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। তিন দিনের সফর শেষে বুধবার (২১ আগস্ট) ঢাকা ত্যাগ করবেন জয়শঙ্কর।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com