শিরোনাম
সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে: তথ্যমন্ত্রী
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৯, ১৪:০৯
সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে: তথ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেসরকারি টেলিভিশনে ডাবিং করা অনুষ্ঠান, সিনেমা প্রচারে সরকারের অনুমতি প্রয়োজন। এজন্য সরকার সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে।


তিনি বলেন, অথচ টিভি চ্যানেলগুলো তা মানছে না। মানছে না বিদেশি শিল্পীদের এদেশে কাজ করার অনুমতি নেয়ার বিষয়টিও। তাই সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার।


মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটকোর নেতাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।


এ সময় তিনি গুজব ও ডেঙ্গু সচেতনতায় সরকার এবং বেসরকারি গণমাধ্যমকে ধন্যবাদ জানান। বৈঠকে বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চালানোর বিষয়েও আলোচনা হয়।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com