শিরোনাম
জনকণ্ঠ ছাড়লেন স্বদেশ রায়
প্রকাশ : ২৮ জুলাই ২০১৯, ১৭:৫২
জনকণ্ঠ ছাড়লেন স্বদেশ রায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দীর্ঘদিনের কর্মস্থল জনকণ্ঠ ছাড়লেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়।এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে মাল্টিমিডিয়ার জগতে প্রবেশ করছেন বলে মিডিয়া পাড়ায় গুঞ্জন রয়েছে।রবিবার (২৮ জুলাই) সাংবাদিকদের এ বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। শোনা যাচ্ছে তিনি যেখানে যোগ দিচ্ছেনওই প্রতিষ্ঠান থেকে একটি জাতীয় দৈনিক, স্যাটেলাইট টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল এবং একটি এফএম রেডিও বাজারে আসবে।


স্বদেশ রায় বলেন, ‘বরাবরই আমি চ্যালেঞ্জ পছন্দ করি।এখন নিউমিডিয়ার সময়।আমি একটি মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত হচ্ছি।’


তরুণদের প্রতি দায়িত্ববোধ থেকেই নতুন দায়িত্ব নিতে চলেছেন জানিয়ে এই সাংবাদিক আরো বলেন, ‘দেশের অধিকাংশ জনগোষ্ঠী তরুণ।তাদের জন্য স্বাধীন দেশের গণমাধ্যম দরকার।রাষ্ট্র আমাকে সম্মানিত করেছে, আমি মনে করি, নতুন প্রজন্মের প্রতি আমার দায়িত্ব আছে।সেই চ্যালেঞ্জ নিয়ে শুরু করতে যাচ্ছি।আমি সবার দোয়া চাই।’


বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট স্বদেশ রায় সর্বশেষ দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।২০০৪ সালের মার্চে তিনি এই পত্রিকার সঙ্গে যুক্ত হন।স্বদেশ রায় এর আগে সচিত্র সন্ধানী, যায়যায়দিন, দৈনিক রূপালী, দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন।বিরুদ্ধ সময়ে সাহসী উচ্চারণের জন্য তাকে ২০১৭ সালে একুশে পদক দেয়া হয়।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com