শিরোনাম
চট্টগ্রাম প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সমাবেশ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৬
চট্টগ্রাম প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সমাবেশ
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের ওপর ঐক্যবদ্ধ সনাতন সমাজ, বাংলাদেশ নামের একটি সংগঠনের হামলার প্রতিবাদে সমাবেশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক নেতারা। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান ফরিদের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরয়ার, সাবেক সভাপতি এজাজ ইউসুফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, সেক্রেটারি মোহাম্মদ আলী বক্তব্য দেন।


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার হুমকির সামিল। এসব ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা বার বার পুলিশ ও রাজনৈতিক কর্মীদের হামলার শিকার হচ্ছেন। এ রকম ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করা সাংবাদিকদের জন্য কঠিন হয়ে পড়েছে।



সাংবাদিক নেতারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে যদি সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে তবে সংবাদ বর্জনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিকরা। অবিলম্বে সেই হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।


এসময় আরো উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সহ সভাপতি আবু তাহের মোহাম্মদ, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট, সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যসহ চট্টগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দরা।


বিবার্তা/রাজু/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com