শিরোনাম
চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা, চার সাংবাদিক লাঞ্চিত
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৬, ০০:৪৫
চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা, চার সাংবাদিক লাঞ্চিত
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা চালিয়েছে ঐক্যবদ্ধ সনাতন সমাজ, বাংলাদেশ নামের একটি সংগঠন। এসময় চারজন সাংবাদিক লাঞ্চিত হন। এ ঘটনায় চার হামলাকারী কে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ওই সংগঠনের মানববন্ধন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- অজয় দত্ত (২০), নয়ন সরকার (২১), পিয়াল শর্মা (২০) ও অনুভব মজুমদার (২১)।


প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, হিন্দুদের মঠ-মন্দিরে ও বাড়িঘরে হামলার প্রতিবাদে প্রেসক্লাব ফটক ও সড়ক বন্ধ করে মানববন্ধন করছিলেন ঐক্যবদ্ধ সনাতন সমাজ নামের একটি সংগঠন। প্রেসক্লাব ফটক ও সড়ক বন্ধ না করার অনুরোধ করলে তারা কর্মরত সাংবাদিকদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা শুরু করে। একপর্যায়ে প্রেসক্লাবের সামনে থাকা সাংবাদিকের গাড়ি ভাংচুর করে আগুন দেওয়ার চেষ্টা চালায় তারা। এছাড়াও আলোকচিত্র সাংবাদিক বাংলানিউজের উজ্জল ধর সিংকু, ডেইলি স্টারের অনুরুপ টিটু ও সুপ্রভাত বাংলাদেশের হেলাল উদ্দিন সিকদার এবং বাংলানিউজের রমেন দাশগুপ্তকে লাঞ্ছিত করেন হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত থাকায় চারজনকে আটক করে।


চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার জানান, হঠাৎ করে ২০-২৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে প্রেসক্লাবে হামলা শুরু করে। তাদের বারবার থামার কথা বললেও তারা প্রেসক্লাবে লক্ষ্যে করে ইট পটকেল মারতে থাকে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কে ফোনে বিষয়টি জানানো হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাকিদের শনাক্ত করার চেষ্টা করছি। হামলায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।


এদিকে এঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও জড়িত সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com