শিরোনাম
সাংবাদিকদের নিয়োগপত্রের দাবিতে আরইউজের স্মারকলিপি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:০৩
সাংবাদিকদের নিয়োগপত্রের দাবিতে আরইউজের স্মারকলিপি
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী থেকে প্রকাশিত গণমাধ্যমসমূহে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র প্রদানের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কাজে স্মারকলিপি দিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ।


স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, ডিএফপির মহাব্যবস্থাপক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নেও প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণের পর যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে সাংবাদিকদের আশ্বস্ত করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।


এ সময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, বিএফইউজে সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান, সাবেক বিএফইউজে সদস্য কাজী গিয়াস, আরইউজে নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রকি প্রমুখ উপস্থিত ছিলেন।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহী থেকে প্রতিদিন ১২টির বেশি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। সরকারি নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রেশন পাওয়ার পর সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নিয়োগপত্র দেয়ার বিধান রয়েছে। কিন্তু রাজশাহীর সংবাদপত্রগুলো সেই নিয়ম মানছে না। নিয়োগপত্র না দেয়ার সুযোগ কাজে লাগিয়ে সংবাদপত্রের মালিকপক্ষ কথায় কথায় কর্মীদের চাকরিচ্যুত করছেন। সম্প্রতি রাজশাহীর সংবাদপত্রগুলোতে এ হার বেড়েছে। ফলে গণমাধ্যমকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।


সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকেও নিয়োগপত্র প্রদানে মালিকপক্ষকে কয়েক দফা তাগাদা দেয়া হয়েছে। এনিয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু মালিকপক্ষ এখন পর্যন্ত কর্মীদের নিয়োগপত্র দেয়ার কোনো উদ্যোগ নেয়নি। অথচ সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে।


বিবার্তা/রিমন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com