শিরোনাম
মেক্সিকোয় সাংবাদিক খুন
প্রকাশ : ১২ জুন ২০১৯, ১৫:৪৬
মেক্সিকোয় সাংবাদিক খুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেক্সিকোয় একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তার সাবেক নিয়োগকর্তা এবং অন্যান্য সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।


মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে।
নরমা সারাবিয়া নামের ওই সাংবাদিক গত ১৫ বছর ধরে তাবাস্কো এইচওওয়াই পত্রিকার সংবাদদাতা ছিলেন। অতিসম্প্রতি তিনি তাবাস্কো রাজ্যের অন্যান্য সংবাদ মাধ্যমেও কাজ করা শুরু করেন।


চলতি বছর দেশটিতে এই নিয়ে ছয়জন সাংবাদিককে হত্যা করা হলো। সাংবাদিকদের জন্যে অন্যতম বিপদজনক দেশ মেক্সিকো। গত ২০০০ সাল থেকে দেশটিতে একশরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়। মাদকপাচার এবং রাজনৈতিক দুৃর্নীতি সংক্রান্ত সহিংসতার জেরে সাধারণত এসব সাংবাদিক খুন হন। আর এসব হত্যাকা-ের সংগে জড়িতদের অধিকাংশই শাস্তির আওতার বাইরে রয়ে যায়।


রিপোটার্স উইদাউট বডার্স সাংবাদিকদের জন্যে বিশ্বের সবচেয়ে বিপদজনক দেশের তালিকায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও সিরিয়ার পরেই মেক্সিকোর স্থান নির্ধারণ করেছে। সূত্র: বাসস


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com