শিরোনাম
পিআইবির নতুন মহাপরিচালক জাফর ওয়াজেদ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৯, ১০:৩৮
পিআইবির নতুন মহাপরিচালক জাফর ওয়াজেদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাংবাদিক জাফর ওয়াজেদকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।


অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের চুক্তিতে তাকে ওই পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


জাফর ওয়াজেদ জানিয়েছেন, তিনি বুধবার দুপুরে নিয়োগের চিঠি হাতে পেয়েছেন।


গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিআইবির মহাপরিচালক সাংবাদিক শাহ আলমগীর। এরপর থেকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মীর মোহাম্মদ নজরুল ইসলাম মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।


সাবেক ছাত্রনেতা জাফর ওয়াজেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য এবং সাহিত্য সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।


কুমিল্লার দাউদকান্দিতে জন্ম নেয়া জাফর ওয়াজেদ সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


এছাড়া তিনি বিভিন্ন সময়ে বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক এবং দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com