শিরোনাম
ডিএসইসির নির্বাচনে বিজয়ী হলেন বিবার্তার জাকিয়া সুলতানা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৩
ডিএসইসির নির্বাচনে বিজয়ী হলেন বিবার্তার জাকিয়া সুলতানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে জয় লাভ করেছের দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেটের সিনিয়র সাব-এডিটর জাকিয়া সুলতানা। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২৫১ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোজ্জাম্মেল হক পেয়েছেন ২৪৫ ভোট। এছাড়া একই পদে অপর প্রার্থী মীম ওয়ালীউল্লাহ পেয়েছেন ১৯১ ভোট।


গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এসব তথ্য জানান।


এর আগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার বেলা একটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ছয়টা ১০ মিনিট পর্যন্ত। নির্বাচনে তালিকাভুক্ত ১ হাজার ১২৩ জন ভোটারের মধ্যে ৭৫৯ জন ভোটা দেন। পরে ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতেই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। এ সময় নির্বাচন কমিশনের বাকি সদস্যরাও উপস্থিত ছিলেন।


প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে যুগান্তরের মামুন ফরাজিকে ৯ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন জাকির হোসেন ইমন। তিনি পেয়েছেন ২৬৮ ভোট। মামুন ফরাজি পেয়েছেন ২৫৯ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বী ইদ্রিস মাদ্রাজী (নয়া দিগন্ত) পেয়েছেন ২০৪ ভোট।


অন্যদিকে ২৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুক্তাদির অনিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাভিশনের নাসরীন গীতি পেয়েছেন ২৫৬ ভোট। অপর প্রার্থী আমাদের সময়ের আবুল হাসান হৃদয় পান ২০৪ ভোট।


এছাড়া ৩৫২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভারের মো. বশির হোসেন মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সময়ের আনজুমান আরা শিল্পী পেয়েছেন ৩৪৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাওহার ইকবাল খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একাত্তর টিভির সুরাইয়া ইয়াসমিন অনু পেয়েছেন ৩৪৪ ভোট।


কোষাধ্যক্ষ পদে ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের আবু কাওসার খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনকণ্ঠের মো. আফজাল হোসেন ২১১ ভোট ও অপর প্রার্থী আবদুর রহমান খান পেয়েছেন ১৪৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র এক ভোটের ব্যবধানে শামসুল আলম সেতুকে (২৪৮) পরাজিত করেছেন মো. আনোয়ার সাদাত সবুজ (২৪৯)।


এ ছাড়াও দফতর সম্পাদক পদে জামান সৈয়দী (২৬৪ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমিনুল রানা (২৬৫ ভোট), প্রশিক্ষণ ও গবেষণা পদে শামীম আহসান (৩৪৬ ভোট) নির্বাচিত হয়েছেন।


১১টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মো. মান্নান মিয়া (৪৮৪ ভোট), শহীদ রানা (৪৫২ ভোট), নাসিমা আক্তার সোমা (৪১৮ ভোট), মাহমুদা আক্তার (৪০১ ভোট), মোহাম্মদ আব্দুল ওয়াদুদ (৩৯৫ ভোট), নজরুল ইসলাম বশীর (৩৯২ ভোট), লাবিন রহমান (৩৯১ ভোট), মো. মামুনুর রশীদ মামুন (৩৬৬ ভোট), কারনিনা খন্দকার (৩৬৫ ভোট), দীপক ভৌমিক (২৯৮ ভোট) ও মোহাম্মদ সানাউল্লাহ (২৯৬ ভোট)।


বিবার্তা/খলিল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com