শিরোনাম
দুই সাংবাদিককে হত্যার হুমকি: ডিআরইউয়ের উদ্বেগ
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৯, ১৯:২৬
দুই সাংবাদিককে হত্যার হুমকি: ডিআরইউয়ের উদ্বেগ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দৈনিক জনতার ক্রাইম চিফ হাবিবুর রহমান এবং বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার শাহেদ শফিককে হত্যার হুমকি দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)।


বুধবার বিকালে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানান।


বিবৃতিতে, হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।


উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর হাবিবুর রহমানের মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেন স্থানীয় এক সন্ত্রাসী। এছাড়াও তার চলার পথে সন্ত্রাসীদের দিয়ে তাকে অনুসরণ করা হচ্ছে বলে ফোনে জানায়। এ ঘটনায় গত ২৯ ডিসেম্বর উত্তরখান ও দক্ষিণখান থানায় পৃথক দু'টি জিডি করেছেন হাবিবুর রহমান। অপরদিকে গত ২৪ ডিসেম্বর পেশাগত কাজে একটি সংবাদের বক্তব্য নেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মচারীকে ফোন করা হলে তিনি শাহেদ শফিককে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং মেরে ফেলার হুমকি দেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com