শিরোনাম
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল, সম্পাদক ফরিদা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৮, ২০:৩০
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল, সম্পাদক ফরিদা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন একই প্যানেলের দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন।


মঙ্গলবার রাত পৌনে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলমগীর এ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে সাইফুল আলম পেয়েছেন ৬২১ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদ পেয়েছেন ৪৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।


১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির মধ্যে অন্যান্য বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে বাসসের ওমর ফারুক। ওমর ফারুক পান ৪৪২ ভোট। সহ-সভাপতি পদে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশের খবরের আজিজুল ইসলাম ভূঁইয়া।


যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দুজন হলেন দৈনিক সমকালের শাহেদ চৌধুরী ও দৈনিক ইত্তেফাকের মাইনুল আলম। শাহেদ চৌধুরী ৫৯৯ ভোট ও মাইনুল আলম পান ৫৫৪ ভোট।


কোষাধ্যক্ষ পদে ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক ভোরের কাগজের শ্যামল দত্ত।


সদস্য পদে নির্বাচিতরা হলেন- আনন্দবাজার পত্রিকার কুদ্দুস আফ্রাদ (৫১৫), মাছরাঙ্গা টেলিভিশনের রেজোয়ানুল হক রাজা (৪৮৪), দৈনিক ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ চারু (৫০৯), ডেইলি অবজারভারের শাহনাজ বেগম (৪৬২), চ্যানেল আইয়ের কল্যাণ সাহা (৪৩৯), আমার দেশের সৈয়দ আবদাল আহমেদ (৪৪৭), নিউএজের সানাউল হক (৪৪২), সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক (৪২৯), হাসান আরেফিন ও বখতিয়ার রানা।



নির্বাচনে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বরাবরের মতো এবারও ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ নামে আওয়ামী লীগ সমর্থকরা এবং বিএনপি-জামায়াত সমর্থিতরা ‘জাতীয়তাবাদী ফোরাম’ নামে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী ছিলেন কয়েকজন।


মঙ্গলবার সকাল ৯টা থেকে এক টানা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলমগীর রাতে ফল ঘোষণা করেন। এতে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থীরা জয়ী হন শুধু চারটি সদস্য পদে।


এ বছর প্রেস ক্লাবের এক হাজার ২১২ জন ভোটারের মধ্যে এক হাজার ২২ জন ভোট দিয়েছেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com