শিরোনাম
গণমাধ্যম খলনায়কের ভূমিকায় নামতে পারে না : তথ্যমন্ত্রী
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৬, ১৯:৫৯
গণমাধ্যম খলনায়কের ভূমিকায় নামতে পারে না : তথ্যমন্ত্রী
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজনীতিবিদরা খলনায়কের চরিত্রে অবতীর্ণ হতে পারে। কিন্তু গণমাধ্যম কখনো খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতার বিয়ষক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।


তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা সরকারের সমালোচনা করবেন। কিন্তু জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের পক্ষে থাকবেন না। আপনারা দেশের পক্ষে থাকবেন, ইতিহাসের পক্ষে থাকবেন।


তিনি আরো বলেন, গণতন্ত্র মানে আইনের শাসন। গণমাধ্যম ও গণতন্ত্র দেশের এপিঠ আর ওপিঠ। তাই গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা পোষা সাংবাদিক চাই না, আমারা বস্তনিষ্ট সাংবাদিকতা চাই। আপনারা সরকারের সমালোচনা করবেন, প্রশংসা করবেন। কিন্তু ইতিহাস বিকৃতি করবেন না।


সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বাংলাদেশে নতুনভাবে মিডিয়া বিস্তার লাভ করছে। তিনি মার্কিন নির্বাচনে মিডিয়া যে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে সেটাও তুলে ধরেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।


ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তথ্যপ্রযুক্তি আমাদের কতটা সম্পর্কযুক্ত করেছে তা আসলে চিন্তার বিষয়। সাংবাদিকদের কাজ তথ্য অনুসন্ধান করা।সমাজ, প্রযুক্তি, সাংবাদিকতা এ বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে।


সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান।সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর ২টায়।


মৌলিক বিভাগে ৫৬টি গবেষণাপত্র জমা পড়েছে, যেগুলোর মধ্যে ৪৫টি সম্মেলনে উপস্থাপিত হয়।


বিবার্তা/লাভলু/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com