শিরোনাম
পিআইবিতে জাককানইবিসাসের সাংবাদিকতার প্রশিক্ষণ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ১৩:০১
পিআইবিতে জাককানইবিসাসের সাংবাদিকতার প্রশিক্ষণ
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিআইবি আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের তিন দিনব্যাপী (২৬-২৮শে অক্টোবর) অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে।


প্রশিক্ষণে ২৮জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট টিভির সিনিয়র নিউজ এডিটর গোলাম কিবরিয়া।


গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের প্রয়োজনীয় ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিতকরণ, সমসাময়িক প্রেক্ষাপটে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করা, অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরিতে রিপোর্টারের সামর্থ্য যাচাই ও আইনি সতর্কতা ও এর প্রাসঙ্গিকতা সম্পর্কে অবহিত করার উদ্দেশ্য নিয়ে পিআইবি প্রতিবারের মতো এবারেও আয়োজন করেছে তাদের নিয়মিত এই কার্যক্রম।


তিন দিনব্যাপী এই কর্মশালার দ্বিতীয় দিনে রিসোর্সপার্সন হিসেবে প্রশিক্ষণ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী এবং তৃতীয় দিনে প্রশিক্ষণ দেবেন নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলি মানিক।


সমাপনী দিবসের অনুষ্ঠানের সভাপতি পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।


পুরো প্রশিক্ষণের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।


বিবার্তা/পাভেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com