শিরোনাম
সাংবাদিককে হেনস্থার দায়ে কারাদণ্ড
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৮, ২০:২৮
সাংবাদিককে হেনস্থার দায়ে কারাদণ্ড
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিনল্যান্ডের চ্যানেল ওয়াইএলই-র অনুসন্ধানী প্রতিবেদক জেসিকা আরোকে হেনস্থার দায়ে বৃহস্পতিবার ফিনিশ নাগরিক ইলা জানিৎস্কিনকে ২২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।


ডানপন্থী ওয়েবসাইট এমভি লেহতি-র প্রতিষ্ঠাতা ইলা জানিৎস্কিন মানহানিসহ আরো ১৬টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করা হয়।


ফিনল্যান্ডে দীর্ঘদিন ধরে মস্কোর মুখপাত্র হিসাবে থাকা ইয়োহান বাকমানও একই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁকে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছে।


বিগত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী মতানুসারীদের হেনস্থা করা, অর্থাৎ ট্রল করার প্রবণতা বেড়েছে৷


ওয়াইএলই জানায়, জেসিকাকে উত্ত্যক্ত করার পাশাপাশি অন্যদেরও ‘ট্রলিং' করতে উৎসাহিত করতেন বাকমান।


আদালতের রায় বলছে, এমন হয়রানির কারণে জেসিকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়। সে কারণেই এমন দৃষ্টান্তমূলক শাস্তি। এমভি লেহতি-র এক নারী কর্মীকেও একই অপরাধে তিন মাসের জন্য বরখাস্ত করে হয়েছে।


২০১৪ সাল থেকেই ফিনল্যান্ডের সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল রাশিয়া সংক্রান্ত বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য। জেসিকা এসব বিষয়ে লেখালেখি শুরু করার পর থেকেই অনুসন্ধানী প্রতিবেদনগুলোর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের শিকার হতে থাকেন।


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com