শিরোনাম
ডিআরইউয়ে ১৮ অক্টোবর দিনব্যাপী হেলথ ক্যাম্প
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ২১:৫০
ডিআরইউয়ে ১৮ অক্টোবর দিনব্যাপী হেলথ ক্যাম্প
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী ১৮ অক্টোবর, বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সদস্যদের জন্য ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নারী সদস্য ও সদস্যদের স্ত্রীদের জন্য প্রাথমিক পরীক্ষারও (স্ক্রিনিং) ব্যবস্থা থাকছে।


জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে নারী চিকিৎসকসহ একটি টিম ক্যান্সার বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসার উত্তর ও স্ক্রিনিংয়ে অংশ নিবেন। ডিআরইউ সদস্য ও পরিবারের সদস্যরা (নারী) ফ্রি বিশেষজ্ঞ পরামর্শ পাবেন।


সারা বিশ্বের মত বাংলাদেশেও নারীদের মধ্যে স্তন ক্যান্সারের অবস্থান শীর্ষে। প্রতিবছর সাড়ে ১২ হাজারের বেশি নারী আক্রান্ত হন এই ক্যান্সারে, যার অর্ধেকের বেশি সংখ্যক নারী এই রোগে মারা যান। মূলত দেরিতে ধরা পড়া, সঠিক ও পুরো চিকিৎসা না নেওয়া বা সুযোগ না থাকা, চিকিৎসা-পরবর্তী ফলোআপ না হওয়া, এর কারণ।


ক্যান্সার সচতেনতামূলক এই অনুষ্ঠানে ডিআরইউ সদস্য ও তাদের স্ত্রীদের অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com