শিরোনাম
সাংবাদিকতা বিষয়ে দু’দিনব্যাপী সম্মেলন মঙ্গলবার শুরু
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৬, ১৭:০৩
সাংবাদিকতা বিষয়ে দু’দিনব্যাপী সম্মেলন মঙ্গলবার শুরু
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশে প্রথমবারের মতো গণযোগাযোগ ও সাংবাদিকতার ওপর জাতীয় পর্যায়ে দু’দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।


মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান।


সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান ও সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com