শিরোনাম
ডিআরইউ বেস্ট অ্যাওয়ার্ডের জন্য রিপোর্ট আহবান
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩০
ডিআরইউ বেস্ট অ্যাওয়ার্ডের জন্য রিপোর্ট আহবান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সদস্যদের পেশাগত কাজের স্বীকৃতি দিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতি বছরের ন্যায় এবারও ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৮’ এর আয়োজন করতে যাচ্ছে। এ বছর মোট ১৫টি বিষয়ের ওপর পুরস্কার প্রদান করা হবে।


বর্তমান কমিটি প্রতিটি পুরস্কারের আর্থিক মূল্যমান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিজয়ীদের জন্য থাকছে সম্মাননাপত্র ও ক্রেস্ট।


১ সেপ্টেম্বর ২০১৭ থেকে ৩১ আগস্ট ২০১৮ এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন আগামী ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দেয়া যাবে।


অ্যাওয়ার্ডের বিষয়গুলো হলো-


প্রিন্ট ও অনলাইন:
১. রাজনীতি ও সুশাসন (সরকার, রাজনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থা, সুশাসন, দুর্নীতি, উন্নয়ন, সংসদ ও নির্বাচন)
২. বাণিজ্য ও অর্থনীতি (ব্যাংক, বীমা, জ্বালানি, পুঁজিবাজার, শিল্প, রাজস্ব খাত, গার্মেন্টস ও জনশক্তি)
৩. সেবা খাত (নগরীর সমস্যা, পানি, বিদ্যুৎ, রাস্তা ঘাট, পরিবহন ও স্বাস্থ্য সেবা)
৪. অপরাধ ও আইন শৃঙ্খলা
৫. নারী, শিশু ও মানবাধিকার
৬. মুক্তিযুদ্ধ
৭. শিক্ষা
৮. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৯. খাদ্য ও কৃষি
১০. ক্রীড়া


টেলিভিশন ও রেডিও:
১. রাজনীতি ও সুশাসন (সরকার, রাজনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থা, সুশাসন, দুর্নীতি, উন্নয়ন, সংসদ ও নির্বাচন)
২. বাণিজ্য ও অর্থনীতি (ব্যাংক, বীমা, জ্বালানি, পুঁজিবাজার, শিল্প, রাজস্ব খাত, গার্মেন্টস ও জনশক্তি)
৩. সেবা খাত (নগরীর সমস্যা, পানি, বিদ্যুৎ, রাস্তা ঘাট, পরিবহন ও স্বাস্থ্য সেবা)
৪. অপরাধ ও আইন শৃঙ্খলা
৫. নারী, শিশু ও মানবাধিকার


রিপোর্ট জমা দেয়ার নিয়ম-


১. শুধু ডিআরইউ এর সদস্যরা অ্যাওয়ার্ডের জন্য রিপোর্ট জমা দিতে পারবেন। তবে কার্যনির্বাহী কমিটির কেউ এতে অংশ নিতে পারবেন না।


২. ১ সেপ্টেম্বর ২০১৭ থেকে ৩১ আগস্ট ২০১৮-এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডের জন্য জমা দেয়া যাবে।


৩. আগামী ২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার রাত ৮টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে হবে।


৪. একজন সদস্য ২টি বিষয়ে রিপোর্ট জমা দিতে পারবেন। তবে একজন সদস্য একটির বেশি বিষয়ে পুরস্কারের জন্য বিবেচিত বা মনোনিত হবেন না। একই রিপোর্ট একাধিক ক্যাটাগরিতে জমা দেয়া যাবে না।


৫. কোনো ক্যাটাগরিতে কমপক্ষে ৩টি মানসম্পন্ন রিপোর্ট জমা না হলে ঐ ক্যাটাগরি পুরস্কারের জন্য বিবেচিত হবে না।


৬. প্রিন্ট ও অনলাইনের ক্ষেত্রে প্রকাশিত রিপোর্টের মূলকপি এবং ৪টি কম্পোজ করা কপি জমা দিতে হবে। মূল কপিতে সংশ্লিষ্ট সংবাদপত্র/বার্তা সংস্থা/টেলিভিশনের সম্পাদক/বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক-এর যে কোনো একজনের সত্যায়িত স্বাক্ষর থাকতে হবে। কম্পোজ করা কপির কোথাও রিপোর্টার ও সংবাদপত্র/বার্তা সংস্থার নাম উল্লেখ করা যাবে না। এগুলো সত্যায়িত করারও প্রয়োজন নেই।


৭. টিভি ও রেডিও রিপোর্টিংয়ের ক্ষেত্রে প্রচারিত রিপোর্টের ৫ কপি সিডি জমা দিতে হবে। সেইসঙ্গে রিপোর্টটির সংবাদ পাঠকের পঠিত অংশসহ (লিঙ্ক) ৫ কপি লিখিত স্ক্রিপ্ট জমা দিতে হবে।


৮. টিভি ও রেডিও রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্ট অবশ্যই ঢাকা থেকে সম্প্রচারিত চ্যানেলে প্রচারিত হতে হবে।


৯. ঢাকার বাইরের প্রতিনিধিদের পাঠানো কোনো রিপোর্টের সংকলন পুরস্কারের জন্য বিবেচিত হবে না।


১০. খামের উপর রিপোর্টের বিষয় উল্লেখ করতে হবে।


১১. মূল রিপোর্টের সঙ্গে পাসপোর্ট সাইজের দু’কপি রঙিন ছবিসহ রিপোর্টারের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।


১২. উপরের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ না করলে সংশ্লিষ্ট রিপোর্ট বাতিল বলে গণ্য হবে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com