শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবর সিইউজের স্মারকলিপি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৬, ১৯:০৯
প্রধানমন্ত্রী বরাবর সিইউজের স্মারকলিপি
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

নবম ওয়েজবোর্ডের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।


রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নবম ওয়েজবোর্ড গঠন ও ঘোষণার দাবিতে এক সমাবেশেষ শেষে বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দেয়া হয়।


সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠন ও ঘোষণা না করলে বিজয়ের মাস ডিসেম্বরে তথ্যমন্ত্রীর পদত্যাগ ও অধিকার আদায়ের জন্য সারাদেশের সাংবাদিক সমাজ রাস্তায় নেমে আসবে। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে সাংবাদিক বান্ধব উল্লেখ করে অবিলম্বে সাংবাদিক কর্মচারীদের নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের আহ্বান জানান তারা।


সমাবেশ শেষে মিছিল সহকারে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার কার্যালয়ে গিয়ে তার কাছে নবম ওয়েজবোর্ডের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এসময় বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন প্রধান নির্বাহী সৈয়দা সারোয়ার জাহান।


সেখানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহিদউল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সিইউজে সাবেক সভাপতি এম. নাসিরুল হক, মোস্তাক আহমেদ, এজাজ ইউসুফি, সিইউজে যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোকময় তলাপাত্র, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শহিদুল্লাহ শাহরিয়ার, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শুকলাল দাশ, সিইউজে সদস্য মোহাম্মদ নুরুদ্দিন, বিষু রায় চৌধুরী, মোহাম্মদ জাবেদ, প্রিতম দাশ, প্রদীপ শীল, মহররম আলী প্রমুখ।


বিবার্তা/রাজু/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com