শিরোনাম
মিয়ানমারে দুই সাংবাদিকের কারাদণ্ডে বিএমএসএফ’র উদ্বেগ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৭
মিয়ানমারে দুই সাংবাদিকের কারাদণ্ডে বিএমএসএফ’র উদ্বেগ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের জেল দিয়েছে মিয়ানমারের আদালত। সোমবার এ অবাক করা রায় দেয়া হয়। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিএমএসএফ’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন মিয়ানমার সরকার রয়টার্সের সাংবাদিক ওয়াওলোন (৩২) ও কিয়াও সোয়ো ওউ (২৮) নামের দুই সাংবাদিককে গত বছর জোরপূর্বক আটক করে এবং আজ সোমবার তাদের আদালতে ওই নির্মম রায় দেয়। যা গোটা বিশ্বের সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে বিষয়টি আন্তর্জাতিক আদালতে তুলে ধরে সুবিচারের আশা করছে বাংলাদেশের সাংবাদিকদের জাতীয় নেটওয়ার্ক বিএমএসএফ।


প্রসঙ্গত, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, গণধর্ষণ, পৈশাচিক নির্যাতনপূর্বক ঘরবাড়ি জ্বালিয়ে জন্মভূমি থেকে তাড়িয়ে দেয়ার অমানবিক ও সীমাহীন বর্বরতার সংবাদ ও চিত্র ধারণ করতে গিয়ে রয়টার্সের ওই দুৎ সাংকবাদিক মিয়ানমার সরকারের রোষানলে পড়ে। ২০১৭ সালের ডিসেম্বরে সে দেশের সামরিক জান্তা তাদেরকে আটক করে ।


মিয়ানমারে মানবাধিকার, মানবিক মুল্যবোধ ন্যায় বিচার-অনাচার কতটা সীমা ছাড়িয়েছে পেশাগত দায়িত্বপালনকালে রয়টার্সের দু সাংবাদিককে গ্রেফতার ও জেল প্রদান দানবীয় শাসনের নিকৃষ্টতম উদারহরণ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com