শিরোনাম
কুড়িগ্রামে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫০
কুড়িগ্রামে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবিতে কুড়িগ্রামের সাংবাদিকেরা কলম বিরতি কর্মসূচি পালন করেছে।


রবিবার বেলা ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে কলম বিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন বিএমএসএফের কুড়িগ্রাম জেলা আহবায়ক ও কলকাতা টিভির কুড়িগ্রাম প্রতিনিধি আতিকুর রহমান রানা, সদস্য সচিব আলমগীর হোসাইন, নাগেশ্বরী শাখার সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, উলিপুর শাখার যুগ্ম আহবায়ক জাহিদ, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব আমানুর রহমান খোকন, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি ফজলে রাব্বি এ্যান্টনী, দৈনিক বগুড়ার জেলা প্রতিনিধি ডা. আমিনুল ইসলাম, দৈনিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম, দৈনিক আমার দিনের জেলা প্রতিনিধি খাজা ময়েন উদ্দিন চিশতী, চ্যানেল এস’র প্রতিনিধি মিলন প্রমুখ।


কলম বিরতি কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান তার স্বরচিত ‘আমি সাংবাদিক’ নামের কবিতাটি আবৃতি করে শোনান।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com