
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত কমিটি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে প্রথমে আবু জাফর সূর্যের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এরপর বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহামুদের নেতৃত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
পরে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ ছাড়া ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমিতি, খুলনা ও যশোর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net