শিরোনাম
জর্দানে আসছে ''স্বাধীন'' টিভি!
প্রকাশ : ০১ জুলাই ২০১৮, ১৮:২১
জর্দানে আসছে ''স্বাধীন'' টিভি!
প্রতীকী ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজতান্ত্রিক দেশ জর্দানে আসছে নতুন একটি ''স্বাধীন'' টিভি চ্যানেল ''আল মামলাকা'' ( দ্য কিংডম)। বলা হচ্ছে, নতুন চ্যানেলটি সরকার-নিয়ন্ত্রিত জর্দান রেডিও অ্যান্ড টেলিভিশন করপোরেশন (যেআরটিভিসি) থেকে সম্পূর্ণ আলাদা হবে। শুধু তা-ই নয়, এর মধ্য দিয়ে দেশের অন্য সম্প্রচারমাধ্যমগুলোর তুলনায় আরো স্বাধীনতা ও পেশাদারিত্বসহ ''প্রাগ্রসর ও গুণগত মানের'' উল্লম্ফন দেখতে পাবেন দর্শক।


আগামী ১৬ জুলাই টিভি চ্যানেলটির সম্প্রচার শুরু হবে। একইদিন তাদের ওয়েবসাইটও চালু হবে।


জানা যায়, টিভি চ্যানেলটি চালুর প্রস্তুতি নিতে ২০১৫ সালে সরকার এক কোটি জর্দানি ডলার বরাদ্দ দেয়। এছাড়া স্বাধীন গণমাধ্যম বিষয়ক রাজকীয় ফরমানবলে এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও অন্য সদস্যদের ইতিমধ্যেই নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় পত্রিকা এবং দেশে-বিদেশে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিক-করমচারিদের নিয়োগও সম্পন্ন হয়েছে।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com