শিরোনাম
নরসিংদীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সভা
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৬, ২৩:২৮
নরসিংদীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সভা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অনুসন্ধানি রিপোর্টার মাহমুদুল হাসান মোয়াজ্জেমকে অপহরণ ও দুইদিন ব্যাপী নির্যাতনের প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার ওয়াপদা গেইট অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।


২০১৫ সালের ৯ মে নীলক্ষেত এলাকা থেকে ডিবি পরিচয়ে সাংবাদিক মাহমুদুল হাসানকে নিয়ে যায়। পরে দুইদিন ব্যাপী নির্যাতন করে এবং ২ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। এব্যাপারে মামলা করেও এখন পর্যন্ত বিচার পাননি মাহমুদুল হাসান। এ বিষয়ে প্রতিবাদ এবং বিচারের দাবিতে এ সভা করা হয়।


সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাজী জাহিদ হোসেন, বণিক বার্তার জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল, আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি নূরে-আলম রনী, মো: আল-আমিন মিয়া, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির পলাশ শাখার সভাপতি মোস্তফা বাগমার, নরসিংদীর খবর পত্রিকার প্রতিনিধি ওয়াদুৎ বাচ্চু, এশিয়ান টিভির প্রতিনিধি মঞ্জুর হোসেন খান, সাংবাদিক বিল্লাল, মোবারক, তারেক, বায়েজিদ, আল-আমিন মুন্সি।



বিবার্তা//রাসেল/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com