শিরোনাম
প্রতিবন্ধীদের মর্যাদা হানিকর দৃশ্য প্রচার করা যাবে না
প্রকাশ : ১৬ মে ২০১৮, ২২:২৯
প্রতিবন্ধীদের মর্যাদা হানিকর দৃশ্য প্রচার করা যাবে না
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক অক্ষমতা বা দৈহিক আকারকে কটাক্ষ করে বা তাদেরকে নিয়ে হাসি তামাশামূলক বা তাদের মর্যাদা হানিকর দৃশ্য বা বক্তব্য সংবলিত কোনো অনুষ্ঠান ও বিজ্ঞাপন বা সংবাদ প্রচার না করার আহবান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। সম্প্রতি জারিকৃত এক পত্রে তথ্য মন্ত্রণালয় এ আহবান জানায়।


কোনো অনুষ্ঠান, বিজ্ঞাপন বা সংবাদে প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক অক্ষমতা বা দৈহিক আকারকে কটাক্ষ করে বা তাদের নিয়ে হাসি তামাশামূলক বা তাদের মর্যাদা হানিকর বক্তব্য বা দৃশ্য প্রচার ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ এর অনুচ্ছেদ ৩.৬.৩, ৪.৩.৪ ও ৫.১.৩ এর পরিপন্থী বলে তথ্য মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়। সূত্র : বাসস


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com