শিরোনাম
ইআরএফের নতুন সদস্য হলেন ৬০ জন
প্রকাশ : ১১ মে ২০১৮, ২১:০৫
ইআরএফের নতুন সদস্য হলেন ৬০ জন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রাথমিক সদস্য হয়েছেন ৬০ জন। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।


সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির স্থায়ী কার্যালয়ে এক সভায় নির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে ৬০ জনকে ‘অস্থায়ী সদস্য’ পদ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম দিলাল।


নতুন সদস্যপদ পেলেন যারা


আসিফ শওকত কল্লোল (ঢাকা ট্রিবিউন), আহাম্মদ পারভেজ খান (ডেইলি সান), মোহাম্মদ মোফাজ্জল হোসেন (দি ফিনান্সিয়াল এক্সপ্রেস), হামিদ বিশ্বাস (দৈনিক যুগান্তর), মোহাম্মদ মনিরুল আলম (দ্যা বাংলাদেশ পোস্ট), এস. এম. যোবায়ের আলম (সময় টিভি) নিয়াজ মাহমুদ(ঢাকা ট্রিবিউন), জিয়াদুল ইসলাম (দৈনিক আলোকিত বাংলাদেশ), ইমামুল হাছান আদনান (দৈনিক বণিক বার্তা), সৌরভ রহমান (মাছরাঙ্গা টেলিভিশন), মাহবুবুল আলম (এটিএন বাংলা), হাসান সোহেল (দৈনিক ইনকিলাব), সাদ্দাম হোসেন ইমরান (দৈনিক যুগান্তর), গোলাম মঈন উদ্দিন (ইউএনবি), ইমদাদুল হক (চ্যনেল টুয়েন্টিফোর), এ এস এম মঈনুল হক (নিউ এজ), কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম (ডেইলি সান), আহসান হাবিব রাসেল (দ্যা ডেইলি স্টার), মো. হাসানুল আলম শাওন (এনটিভি), গোলাম কাদির রবু (এটিএন নিউজ), শামীমা আক্তার দোলা (একাত্তর টিভি), এম. সায়েম টিপু (দৈনিক কালের কণ্ঠ), ফারহান ফেরদৌস (বিডিনিউজ২৪.কম), মো. জাকির হোসেন (আজকালের খবর), তানজিলা খানম সাথী তানজিলা নিঝুম (মোহনা টেলিভিশন), জাফর আহমেদ (বিডিনিউজ ২৪.কম), মৃত্তিকা সাহা (দৈনিক মানবকণ্ঠ), সালাহউদ্দিন মাহমুদ (অর্থসূচক.কম), জাহিদুল ইসলাম (বাংলাদেশের খবর), মো. সাজ্জাদ হোসাইন (গাজী টেলিভিশন), ইকবাল আহসান (চ্যানেল টুয়েন্টিফোর), আব্বাস উদ্দিন নয়ন (দৈনিক বণিক বার্তা), মোহাম্মদ ফারুক আহাম্মদ ফারুক মেহেদী (চ্যানেল টুয়েন্টিফোর), জান্নাতুল নাঈম (চ্যানেল টুয়েন্টিফোর), জেসমিন মলি (দৈনিক বণিক বার্তা), সাহানোয়ার সাইদ শাহীন (দৈনিক বণিক বার্তা), আরাফাত আরা (দি ফিনান্সিয়াল এক্সপ্রেস), তৌহিদুর রহমান (একুশে টিভি), তালহা বিন হাবিব (দি ফিনান্সিয়াল এক্সপ্রেস), মনিরা বেগম মুন্নি (দি ফিনান্সিয়াল এক্সপ্রেস), শামসুল হক মোহাম্মদ মিরাজ, মিরাজ শামস (দৈনিক সমকাল), মো.আতিকুর রহমান খান (দেশ টিভি), মো. শফিকুল ইসলাম (জাগোনিউজ২৪ডটকম), মো. মেসবাহুল হক (জাগোনিউজ২৪ডটকম), মো. আনিসুল ইসলাম (নিউ নেশন), ইসমাইল আলী (দৈনিক শেয়ার বিজ), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), রিয়াজুল ইসলাম আলী রিয়াজ (বাংলাদেশ প্রতিদিন), গিয়াস উদ্দিন (দৈনিক আমার সংবাদ), মাহফুজুর রহমান (বাংলানিউজ ২৪ ডটকম), মো. জাহাঙ্গীর আলম (দৈনিক মানবকণ্ঠ), সাজ্জাদ বিপ্লব (এস এ টিভি), রোকন উদ্দীন মাহমুদ (দৈনিক সংবাদ), বাবু কামরুজ্জামান (চ্যানেল টুয়েন্টিফোর), তৌহিদ হোসেন পাপন (যমুনা টেলিভিশন), জাফর আহমেদ (আমাদের অর্থনীতি), আবুল হাসনাত শাওন (ইনডিপেনডেন্ট টেলিভিশন), হরিপদ সাহা (সময় টেলিভিশন), হাবিবুর রহমান পলাশ (এশিয়ান টিভি), আসাদুজ্জামান আজম আলী আজম (অর্থসূচক ডটকম)।


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ইআরএফ এর গঠনতন্ত্র অনুসারে নির্বাচিতদের আগামী একবছরের জন্য অস্থায়ী সদস্যপদ দেয়া হয়েছে। অস্থায়ী সদস্যের কর্মতৎপরতা সন্তোষজনক সাপেক্ষে নির্ধারিত সময়ের পর ‘স্থায়ী সদস্য’ হিসেবে বিবেচিত হবেন। অস্থায়ী সদস্যপদপ্রাপ্তদের মধ্যে যারা ইআরএফ ব্যতীত ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাদের স্বেচ্ছায় সংশ্লিষ্ট সংগঠনের সদস্যপদ হতে অব্যাহতি নেয়ার জন্য ইআরএফ কার্যনির্বাহী কমিটির সভায় অনুরোধ জানানো হয়েছে।


এছাড়া সংগঠনটির পক্ষ থেকে আগামী ১২ মে (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হেলথ ক্যাম্প ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। হেলথ ক্যাম্পে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও শারীরিক চিকিৎসা দেয়া হবে। সব সদস্যদের হেলথ ক্যাম্পে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com