শিরোনাম
জবি ও রাবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৮, ০১:৩৭
জবি ও রাবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের মধ্যে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনগুলোর নেত্রীবৃন্দ।


সোমবার সন্ধ্যায় রাবি প্রেসক্লাব কার্যালয়ে দুই সংগঠনের সাংবাদিকদের মধ্যে সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় রাবি প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি রবিউল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রায়হান বাপ্পী জবি প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলামের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। দুই সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রেখে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


রাবি প্রেসক্লাবের সভাপতি তুষার বলেন, দেশের বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য সংগঠনগুলোকে আরো গতিশীল করতে পারে। সাংবাদিকরা তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সত্য প্রকাশে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।


এদিকে জবি প্রেসক্লাব সভাপতি রাকিব বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের ঐক্যবোধ সাংবাদিকতার শক্তিকে শাণিত করবে এবং বিভিন্ন সময় সাংবাদিকদের উপর আসা নির্যাতনগুলো বন্ধেও সহায়ক ভূমিকা পালন করতে পারে। এই ঐক্য তৈরিতে সাংবাদিক সংগঠনগুলোর পাশাপাশি প্রত্যেককে স্ব-স্ব স্থান থেকে এগিয়ে আসতে হবে। যা ক্যাম্পাস সাংবাদিকদের মৌলিক অধিকার আদায়ে সচেষ্ট ভূমিকা পালন করবে।


এ সময় সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসের প্রেসক্লাবগুলোর মধ্যে একটি মিলনমেলার আয়োজনে প্রস্তাব রাখেন সাংবাদিক নেতারা। সৌজন্য সাক্ষাতের সময় জবি ও রাবি প্রেসক্লাবের বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/আদনান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com