শিরোনাম
৯ম ওয়েজবোর্ড চায় ঢাবি সাংবাদিক সমিতি
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৮, ০১:০৮
৯ম ওয়েজবোর্ড চায় ঢাবি সাংবাদিক সমিতি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নবম ওয়েজ বোর্ডে বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও প্রতিনিধি পদ দুটিকে গ্রেডভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।


শনিবার সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বিবৃতিতে এ দাবি জানান।


সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড গঠন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, দায়িত্বের ক্ষেত্রে একজন বিশ্ববিদ্যালয় প্রতিবেদককে দিয়ে নিজস্ব প্রতিবেদকের সমান বা তারও বেশি কাজ করানো হয়। অথচ বেতনের ক্ষেত্রে কখনোই তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। বাংলাদেশে এ পর্যন্ত আটটি ওয়েজবোর্ড হলেও কোনোটিতেই বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক শ্রেণিকে গ্রেডভুক্ত করা হয়নি।


গণমাধ্যমভেদে বড় ধরনের বৈষম্য লক্ষণীয় উল্লেখ করে তারা বলেন, ওয়েজবোর্ডে এ সম্পর্কে কোনো নির্দেশনা না থাকায় যুগের পর যুগ অবহেলিত হয়ে আসছেন বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরা।


বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের অষ্টম ওয়েজ বোর্ডের গ্রেড-৩ ও প্রতিনিধিদের গ্রেড-৪ এর সমমর্যাদায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, ওয়েজ বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।


বিবার্তা/রাসেল/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com