শিরোনাম
পোস্টকার্ড নিউজের সম্পাদক গ্রেফতার
প্রকাশ : ৩০ মার্চ ২০১৮, ১৬:৫২
পোস্টকার্ড নিউজের সম্পাদক গ্রেফতার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভুয়ো ও উসকানিমূলক খবর ছড়ানোর জন্য গ্রেফতার হয়েছেন ভারতের জনপ্রিয় অনলাইন পোর্টাল পোস্টকার্ড নিউজের সহপ্রতিষ্ঠাতা মহেশ বিক্রম হেগরে। বৃহস্পতিবার কর্ণাটক পুলিশ তাকে গ্রেফতার করেছে।


মহেশ বিক্রম হেগরে পোস্টকার্ড পোর্টালের সম্পাদক। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।


সূত্র মতে, গত ১৯ মার্চ মহেশ হেগরে ভারতের জৈন সাধুর দুর্ঘটনা নিয়ে মিথ্যা টুইট করেন। এরপর তার নিউজ পোর্টাল থেকে বলা হয়, উপাধ্যায় মেহেঙ্ক সাগর জি মহারাজ মোটর সাইকেল দুর্ঘটনায় আঘাত পেয়ে আহত হয়েছেন। আর সেই মোটর সাইকেলটি চালাচ্ছিল এক মদ্যপ মুসলিম ব্যক্তি।


তারপর তিনি লেখেন গতকাল কর্ণাটকে এক জৈন সাধু মুসলিম যুবকদের দ্বারা আক্রান্ত। কর্ণাটকে সিদ্দারমাইয়া সরকারে কেউ নিরাপদ নন। সম্পাদকের এসব টুইট পোস্ট কার্ড নিউজ নিয়ন্ত্রণ করে থাকে। এরপর এই টুইট কয়েকবার রিটুইট করে ছড়ানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার এই পোর্টালের ফলোয়ারদের মধ্যে একজন।


কর্ণাটক রাজ্য সরকার এক নেতা এই নিউজ পোর্টালের ও তার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আদালতে মামলা করেছে।


প্রসঙ্গত, এর আগেও পোস্টকার্ড পোর্টালের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগ উঠে।


এদিকে কর্ণাটকের কংগ্রেস সরকারের বিরোধী বিজেপি পার্টি মহেশ হেগড়ে গ্রেফতার করায় নিন্দা জানিয়েছে। সূত্র : এনডিটিভি


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com