শিরোনাম
মুক্তি পেলেন মালদ্বীপের দু' সাংবাদিক
প্রকাশ : ২৮ মার্চ ২০১৮, ১৭:০২
মুক্তি পেলেন মালদ্বীপের দু' সাংবাদিক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালদ্বীপের ফৌজদারি আদালত মঙ্গলবার রাজী টিভি'র দু' সাংবাদিককে মুক্তির নির্দেশ দিয়েছেন। ১৬ মার্চ বিরোধী দলগুলোর গণবিক্ষোভকালে তাঁদের গ্রেফতার করা হয়।


মুক্তিপ্রাপ্ত সাংবাদিকরা হলেন মোহামেদ ভিসাম ও আমির সালীম। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, তাঁরা এমন একটি ভিডিও তৈরি করেছিলেন যাতে দেখা যাচ্ছে, পুলিশের পোশাক পরিহিত, মুখোশধারী এক ব্যক্তি লোকজনকে সরকারবিরোধী বিক্ষোভে যোগ না-দিতে হুমকি দিচ্ছে।


ভিডিওটি প্রদর্শনের পরই সরকারি দলের একজন আইনপ্রণেতা দাবি করেন, রাজী টিভি ইউটিউবে একটি ভিডিও ছেড়েছে, যা ''মিথ্যা ও ভিত্তিহীন''। এরপর দু' সাংবাদিককে গ্রেফতার করা হয়। পরে তাদের ১০ দিনের রিমান্ডেও নেয়া হয়। সূত্র : মালদ্বীপ ইনডিপেনডেন্ট


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com