শিরোনাম
তালায় সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ ও সনদ বিতরণ
প্রকাশ : ১৪ মার্চ ২০১৮, ১৮:১৪
তালায় সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ ও সনদ বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সকল বিভেদ ভুলে তালার সকল সাংবাদিকদের এক সাথে কাজ করতে আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. এম মুস্তফা লুৎফুল্লাহ।


বুধবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট’র (পিআইবি) কতৃক সাতক্ষীরার তালা অঞ্চলের সাংবাদিকদের নিয়ে ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় ও শেষ দিনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মুস্তাফিজ তার বক্তৃতায় বলেন, ৫৭ ধারার অপপ্রয়োগ আমরা দেখেছি, এরপর ৩২ ধারা বাতিলে তিনি সাংবাদিকদের পক্ষে সরকারের প্রতি দাবি জানান।


এর আগে দুপুর ২টা পর্যন্ত কর্মশালার ৩য় ও শেষ দিনের কর্মসূচিতে পিআইবির বিভাগীয় পরিচালক বেগম আনোয়ারা ও মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মুস্তাফিজ সাংবাদিকদের সাক্ষাতকার গ্রহণের কৌশল, সংবাদপত্রে ভাষার ব্যবহার, ফিচার লেখার কৌশল থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।


বিবার্তা/সেলিম/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com