শিরোনাম
রাবি প্রেসক্লাবের সভাপতি তৌহিদ সম্পাদক সোহাগ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ১৮:০৭
রাবি প্রেসক্লাবের সভাপতি তৌহিদ সম্পাদক সোহাগ
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২৭তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের তাসলিমুল আলম তৌহিদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বর্তমানের ইমদাদুল হক সোহাগ নির্বাচিত হয়েছেন।


বৃহস্পতিবার বিকালে ভোটগ্রহণ শেষে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমান ২।


অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি-১ আল আমীন হোসেন আকাশ (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সভাপতি-২ মনিরুল ইসলাম নাঈম (বিবার্তা২৪ডটনেট), যুগ্ম সাধারণ সম্পাদক- রবিউল ইসলাম তুষার (দ্যা ফিন্যান্সিয়াল একপ্রেস), কোষাধ্যক্ষ- মানিক রাইহান বাপ্পী (দৈনিক নতুন প্রভাত), দফতর সম্পাদক- সাইফুল্লাহ খালিদ (দৈনিক আমার দেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মুজাহিদুল ইসলাম শাহিন (দৈনিক মানবকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- আব্দুর রহমান আশিক (দৈনিক ভোরের পাতা), ক্রীড়া সম্পাদক- নুর মোহাম্মদ রিফাত (নতুন বার্তা ডটকম) এবং কার্যনির্বাহী সদস্য- আমানুল্লাহ আবির (দৈনিক দিনকাল), হুমায়ুন কবীর সাজু (দৈনিক রাজশাহীর আলো) মিজানুর রহমান রানা (দৈনিক রাজবার্তা)।


নির্বাচনের ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. হাছানাত আলী, প্রফেসর ড. ফজলুর রহমান, রাবি প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি গোলাম রসুল রনি প্রমুখ।


এদিকে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন ও প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।


এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদাদল), জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী সংবাদিক ইউনিয়ন, রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী টেলিভিশন রিপোর্টার্স ফোরাম, রাবি সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন ধরনের সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।


বিবার্তা/নাঈম/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com