শিরোনাম
‘দেশকে ভালোবেসে আইন মেনে চলতে হবে’
প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ২১:০২
‘দেশকে ভালোবেসে আইন মেনে চলতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, শাস্তির ভয়ে নয়, বরং দেশকে ভালোবেসে নাগরিকদের আইন মেনে চলতে হবে। রাজধানীর যানজট নিরসনে সবাইকে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলতে আহবান জানান তিনি।


বিবার্তা২৪ডট নেট আয়োজিত মঙ্গলবার তৃতীয় গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে আজ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে।


পাঠ্যপুস্তকে ‘স’ তে ‘সোনার বাংলা’, ‘ড’ তে ‘ডিজিটাল বাংলাদেশ’, ও ‘অ’ তে ‘অপূর্ব বাংলাদেশ’ অন্তর্ভূক্ত করতে সরকারের প্রতি আহবান জানান আতিকুল ইসলাম।


বিবার্তা২৪ডটনেটের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবার্তা২৪ডটনেট-এর সম্পাদক বাণী ইয়াসমিন হাসি।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com