শিরোনাম
নবম ওয়েজ বোর্ডের নতুন রোয়েদাদ সেপ্টেম্বরে
প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ০৯:২৮
নবম ওয়েজ বোর্ডের নতুন রোয়েদাদ সেপ্টেম্বরে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এ বছর সেপ্টেম্বর মাসে অষ্টম ওয়েজ বোর্ডের মেয়াদান্তে নতুন ওয়েজ বোডের্র রোয়েদাদ কার্যকর করতে সকল প্রস্তুতি সম্পন্ন হবে।


রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার হলে নবম সংবাদপত্র মজুরি বোর্ডের প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।


নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হকের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, পিআইবির মহাপরিচালক মোঃ শাহ আলমগীর ও ওয়েজ বোর্ড সদস্যদের মধ্যে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি এ কে আজাদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান চৌধুরী, সদস্য- মাহফুজ আনাম, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ আহ্বায়ক এম জি কিবরিয়া চৌধুরী, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন সভাপতি মোঃ মতিউর রহমান তালুকদার, মহাসচিব মোঃ খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেশন ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মোঃ আলমগীর হোসেন খান ও মহাসচিব মোঃ কামালউদ্দিন সভায় অংশ নেন।


তথ্যমন্ত্রী বলেন, নতুন ওয়েজ বোর্ডের কার্যকারিতা বৃদ্ধির জন্য বোর্ডে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেই সাথে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্তির বিষয়টিও এগিয়ে নেবে নবম ওয়েজ বোর্ড।


নবম সংবাদপত্র মজুরি বোর্ডের সচিব তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com