শিরোনাম
বন্ধ জবিসাস দ্রুত খুলে দেয়ার দাবি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:৪১
বন্ধ জবিসাস  দ্রুত খুলে দেয়ার দাবি
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘদিন বন্ধ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) অফিস দ্রুত খুলে দেয়ার আবেদন করেছেন সংগঠনের নব নির্বাচিত জবিসাস নেতারা ।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে আবেদনপত্র জমা দেয় সংগঠনটি।


সংগঠনের সভাপতি সুব্রত মণ্ডল উপাচার্যের কাছে এ আবেদনপত্র জমা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ, সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, জবিসাসের সহ-সভাপতি খালিদ হাসান খোকন।


জবিসাসের নেতারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের কার্যক্রম পরিচালনা করতে অসুবিধা হচ্ছে। প্রসঙ্গত , গত ২৯ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে জামায়াত-শিবিরের কার্যক্রম চালানোর অভিযোগ তুলে সিলগালা করে প্রশাসন।


বিবার্তা/আদনান/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com