শিরোনাম
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫০
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব ও ঢাকাটাইমস২৪.কমের জেলা প্রতিনিধি জাভেদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকালে গাইবান্ধা আসাদুজ্জামান মার্কেটের সামনে গাইবান্ধা জেলা মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিএমএসএফ জেলা কমিটির আহবায়ক আব্দুল হান্নান আকন্দের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ফারুক হোসেন, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী সম্পাদক মতিন মোল্লা, গাইবান্ধা জেলা যুব নাগরিক কমিটির আহবায়ক আনোয়ারুল কবির সজল, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কর্মকার, বার্তা সম্পাদক আসাদুজ্জামান রুবেল, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, দৈনিক ঘাঘট পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা বিএমএসএফ’র সাবেক সভাপতি আসরাফুজ্জামান ও সাংবাদিক ট্রাষ্ট গাইবান্ধা জেলা সভাপতি রেজাউল করিম প্রমুখ।


মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন জেলা বিএমএসএফ এর যুগ্ম আহবায়ক সাংবাদিক আশরাফুল ইসলাম।


সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, জায়গা দখলে সাংবাদিকের ভাই জিহাদ হোসেন বাঁধা দিলে পূর্বপাড়া এলাকার মৃত মকবুলুর রহমানের ছেলে মাহাবুবুর রহমানের সন্ত্রাসী বাহিনী তাকে পিটিয়ে গুরুত্বর আহত করেন। এ ব্যাপারে জিহাদের স্ত্রী ববি বেগম বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলা রেকর্ড হবার একদিন পর আসামি মাহাবুবুর রহমান বাদি হয়ে সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করে।


বক্তারা আরো বলেন, মূলত নিজের দোষ আড়াল করতে মাহাবুবুর রহমান চাঁদা বাজীর অভিযোগ এনে এই মিথ্যা মামলা দায়ের করেন। তারা সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক শাস্তির দাবি করেন।


বিবার্তা/জাকির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com