শিরোনাম
দেশের ২৬ জেলায় 'তথ্য ভবন' হবে : তথ্যসচিব
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৭
দেশের ২৬ জেলায় 'তথ্য ভবন' হবে : তথ্যসচিব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

তথ্যসচিব মরতুজা আহমেদ বলেছেন, প্রচারমাধ্যমকে আরো আধুনিক, যুগোপযোগী ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের ২৬ জেলায় অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ 'তথ্য ভবন' নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ৬৪টি জেলায় তথ্য ভবন নির্মাণ করবে সরকার।


তথ্যসচিব শুক্রবার সকালে সিলেটে বেতার ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এটুআই’ প্রকল্পের আওতায় ‘ব্র্যান্ডিং সিলেট’ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।


তিনি জানান, ‘২৬ জেলায় আধুনিক তথ্য ভবন নির্মাণ প্রকল্পের প্রাথমিক অনুমোদন পাওয়া গেছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ভবন নির্মাণ কাজ শুরু হবে’।


তথ্য সচিব বলেন, ‘তৃণমূল পর্যায়ের মানুষের কাছে তথ্য পৌঁছানোর সহজ উপায় হচ্ছে প্রচারমাধ্যম। সেটি রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সংবাদ সংস্থা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে’।


সরকারের গৃহিত যেকোনো কর্মসূচি, সরকারের অর্জন, জনগণের প্রাপ্তি ও প্রত্যাশা তুলে ধরতে প্রচারমাধ্যমের আরো আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।


তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় আগের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী। বর্তমান সময়ে এ মন্ত্রণালয় সরকারের আন্তরিকতায় অনেক অসম্ভব কাজ সম্ভব করতে সক্ষম হয়েছে’।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার, সিলেট-এর আঞ্চলিক পরিচালক মো. ফখরুল আলম। বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার, সিলেটের উপ-পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, মোহাম্মদ আব্দুল হক, সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট প্রতিনিধি মকসুদ আহমদ মকসুদ। সূত্র : বাসস


বিবার্তা/হুমায়ুন/শারমিন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com