শিরোনাম
রাজধানীতে সাংবাদিকদের মিলন মেলা
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ২৩:৪৮
রাজধানীতে সাংবাদিকদের মিলন মেলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ এশিয়ার সাংবাদিক সংগঠন আর্টিকেল-১৯ বাংলাদেশ কর্তৃক তিন দিনের মিলন মেলার আয়োজন করা হয়েছে।


বুধবার রাজধানীর গুলশানস্থ অভিজাত হোটেল লেকশোরে মেলায় ‘সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মীদের পেশাগত সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


মিলন মেলার উদ্বোধন করেন আর্টিকেল-১৯, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক তাহমিনা রহমান।


অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষার অংশ হিসেবে শারীরিক, ডিজিটাল, আন্তর্জাতিক মানদণ্ড ও আইসিটি সুরক্ষা এবং লিঙ্গ ভিত্তিক সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।


বিশিষ্ট সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, অ্যাডভোকেট জাকিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার আফজাল হোনেস লাভলু, প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী, প্রশিক্ষক সেলিম আকন্দসহ বিশিষ্ট জনেরা ভিন্ন ভিন্ন সেনশনের পরিচালনা করেন।


অনুষ্ঠানে পূর্ণভবা গ্রুপ থেকে সাংবাদিকদের আইনগত প্রতিবন্ধকতা বিষয়ে টিপস উপস্থাপন করেন চ্যানেল আই ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী।


অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেয়। এর মধ্যে মহিলা সাংবাদিকদের অগ্রাধিকার দেয়া হয়। আগামী শুক্রবার পর্যন্ত এ মেলা চলবে।


বিবার্তা/শাহী/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com