শিরোনাম
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্ট-২০১৭ শুরু
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৭, ১৬:৪৬
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্ট-২০১৭ শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মত এবারো শুরু হলো ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্ট। এবারের আসরে পৃষ্ঠপোষক ওয়ালটন।


সোমবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ফজলে রাব্বী। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিআরইউ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক আজাদ হোসেন সুমন কার্যনির্বাহী সদস্য নূরুল ইসলাম হাসিব, ভলিবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, সাহাব উদ্দিন সাহাব, কাজী শহীদুল আলম, স্বপন বসু, রাশিদা আফজালুন নেসা ও পরাগ আরমান।


উদ্বোধনী দিনে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়, প্রথম ম্যাচে রেডিও টুডে ২৫-১০ পয়েন্টে আজকালের খবরকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন রেডিও টুডের মোসকায়েত মাশরেক। দ্বিতীয় ম্যাচে বিডি নিউজ ২৪ ডটকম ২৫-১৭ পয়েন্টে আমাদের সময়কে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের কামাল হোসেন তালুকদার।


তৃতীয় ম্যাচে আরটিভি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২৭-২৫ পয়েন্টে বাসসকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন আরটিভির শরীয়ত উল্লাহ খান। চতুর্থ ম্যাচে ডেইলি সান ২৫-২৩ পয়েন্টে এটিএন বাংলাকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ডেইলি সানের শওকত আলী খান লিথো।



পঞ্চম ম্যাচে বাংলাদেশের খবর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২৬-২৪ পয়েন্টে এসএটিভিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের তারিক আল বান্না। পরের ম্যাচে জনকন্ঠ, খোলা কাগজকে হারায়। দিনের শেষ ম্যাচে জাগো নিউজ ২৫-৮ পয়েন্টের ব্যবধানে সংগ্রামকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের মনিরুজ্জামান উজ্জ্বল।


ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবার প্রথমবারের মত ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।


আগামীকালের (১৪/১১/২০১৭, মঙ্গলবার) খেলা: দ্বিতীয় রাউন্ড


সকাল ০৯:০০ টায় : এটিএন নিউজ বনাম জাগো নিউজ
সকাল ০৯:০০ টায় : চ্যানেল আই বনাম জনকন্ঠ
সকাল ০৯:৪৫ টায় : নিউ এইজ বনাম বাংলাদেশের খবর
সকাল ০৯:৪৫ টায় : জিটিভি বনাম ডেইলি সান
সকাল ১০:৩০ টায় : বাংলানিউজ ২৪.কম বনাম ভোরের কাগজ
সকাল ১০:৩০ টায় : নয়া দিগন্ত বনাম আরটিভি
বেলা ১১:৩০ টায় : বাংলাভিশন বনাম বিডি নিউজ ২৪ ডটকম
বেলা ১১:৩০ টায় : যুগান্তর বনাম রেডিও টুডে


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com